গত এক দশকে বাংলাদেশের ডিজিটালাইজেশনের অগ্রগতির প্রশংসা করেছে বিশ্বব্যাংকের ১২ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। গতকাল সোমবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সভাকক্ষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের নির্বাহী পরিচালকদের মধ্যে গেইর হারডি, ডিজে নর্ডকুইস্ট, প্যাট্রিজিয়ো পাগানো, জর্জ শ্যাবেজ পেরেসা, জিন কডি, হার্ভডি ভেলেরকসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, ন্যাশনাল ডিজিটাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার (বিএনডিএ), টিয়ার-৩ ডেটা সেন্টার এবং কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিআইআরটি) বাংলাদেশের জাতীয় সম্পদে পরিণত হয়েছে। এলআইসিটি প্রকল্পের সফল সমাপ্তিতে সন্তুষ্ট তাঁরা।
Source : প্রথম আলো
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS